শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলার নন্দগ্রাম সাতবিলা পাথার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়৷
নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম জানান, বুধবার সকালে সাতবিলা পাথারে জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা মরদেহ দেখতে পান এলাকার লোকজন। প্যান্ট পরা ওই ব্যক্তির পাশে মোবাইল ফোন পরে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘পাথার থেকে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের একাধিক টিম এ ঘটনায় কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।’