শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৫,ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া জেলার শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা হিন্দুপাড়া গ্রামে এই চুরি সংগঠিত হয়। ওই গ্রামের মৃত রাধাগোবিন্দ এর পুত্র অনন্ত মাস্টারের বাড়িতে চোরেরা দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়ার্ডড্রব এর তালা ভেঙে ছয় ভরি স্বর্ণ ও নগদ সাড়ে চার লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানান গৃহকর্তা অনন্ত মাস্টার।
একই রাতে একই গ্রামের গঙ্গাধরের ছেলে পলাশের বাড়ি ও সুশীল এর পুত্র শুভঙ্করের বাড়িতেও চোরেরা হানা দেয়। কিন্তু ঐ দুই বাড়ি থেকে নগদ কিছুই নিতে পারেনি। এই রিপোর্টে লেখা পর্যন্ত ভুক্তভোগীরা থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …