শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু এর নির্বাচন উপলক্ষে শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সমন্ময় কমিটির এক সভা ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ বন্দেগী ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, উপাধ্যক্ষ জাকির হোসেন মামুন, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব বশির উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব ডাঃ আব্দুল হামিদ, এনায়েত হোসেন মজনু,সিরাজুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া হোসেন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সোনা আকন্দ, শাহাদাত হোসেন, রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, আব্দুল মান্নান আকন্দ, তাহেরুল ইসলাম প্রমুখ।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …