Home / দেশের খবর / বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে মস্কো

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে মস্কো

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। তিনি বলেন, রাশিয়ায় বিরুদ্ধে অন্তত ১৫ হাজার নিষেধাজ্ঞা আছে, কিন্তু আমরা তা আমলে নেই না। নিষেধাজ্ঞা দিলেও তাতে বাংলাদেশের কিছু হবে না।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মস্কো রাষ্ট্রদূত বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলে না, অথচ ইউক্রেনে কিছু হলে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে।এটি দ্বিচারিতা ছাড়া কিছুই না।

আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট কোন দেশের সাথে অংশীদারিত্বে হবে তা বাংলাদেশ সরকারই ঠিক করবে।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগকে ‘রাশিয়ান ক্লাসিক প্রোপাগান্ডা’ উল্লেখ করে মিথ্যা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটিজিক কমিউনিকেশন সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বলেন, মস্কো সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছে। যেটি ঠিক নয়। সত্য হলো, বাংলাদেশের জনগণের মতো যুক্তরাষ্ট্রও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই নির্বাচনের টাইম ফ্রেম দেয়া হবে-শিল্প উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Contact Us