শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিমা সুলতানা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সেলিমা দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া গ্রামের মো.রেজাউল করিমের স্ত্রী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর রাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সেলিমা তার শাশুড়ির চিকিৎসা শেষে বগুড়া থেকে সিএনজিচালিত অটোরিক্সা যোগে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলার বিবিরপুকুর রাজার এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা অপর একটি অটোরিক্সা ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রাক তাকে পিষ্ট করে দ্রুত চলে যায়। এ ঘটনায় গুরুতর আহত সেলিমা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
Check Also
শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …