শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় আলোচিত সাকিব হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই দুই আসামি হলো- বগুড়া সদরের কুটিরবাড়ির এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন(৫৫) ও আসামি গিয়াস উদ্দিনের ছোট ছেলে সাগর মিয়া। এর আগে গত ১১ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে সাকিবকে পিটিয়ে হত্যা করে লাশ সদরের জয়বাংলা মোড়ে ফেলে যায় আসামিরা।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এই হত্যাকাণ্ডের পর আসামিরা পলাতক ছিলো। তবে আসামিদের ধরতে পুলিশের চৌকশ টিম অভিযানে নামে। বৃহস্পতিবার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আসামি গিয়াস উদ্দিন ও তার ছেলে সাগর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …