শেরপুর নিউজ ডেস্ক: মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র ও জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনুর জন্য দোয়া চেয়ে গনসংযোগ করেছে নেতাকর্মীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর শহরের হাজিপুর, গোসাই পাড়া, দত্ত পাড়া,ঘোষ পাড়া,স্যানাল পাড়া,ডিজে হাইস্কুল মাঠ, জগন্নাথ পাড়া, রামচন্দ্র পুর পাড়া,বিকাল বাজার,সহ পৌর এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।