শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, জেলা মহিলা লীগের সহসভাপতি শিল্পী বেগম, জেলা যুবলীগের সহ সভাপতি মাইসুল তোফায়েল কোয়েল, যুগ্ম সম্পাদক নুরে জামান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু, কাওসার হামিদ রুবেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুর ইসলাম, উপ দপ্তর সম্পাদক এমরান আলী রনি প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মীসভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার জন্য আহ্বান জানানো হয়।