শেরপুর নিউজ ডেস্ক: সাধারণত বছরের নভেম্বর মাস থেকেই দেশে শীতের আবহ শুরু হতে থাকে। আর ডিসেম্বরে শীত পড়ে পুরোদমে। আবার কোথাও কোথাও শৈত্যপ্রবাহও চলতে থাকে। কিন্তু এ বছরের চিত্রটা একেবারেই ভিন্ন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি ডিসেম্বরের শেষ প্রান্তিকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়া আগামী সোমবার (১১ ডিসেম্বর) থেকে সারাদেশের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি ।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আব্দুর রহিম। তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষদিকে দেশে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’অন্যদিকে, ডিসেম্বর আর কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানান আবহাওয়াবিদ আব্দুর রহিম।