শেরপুর নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতিবাজদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে। শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাষ্ট্রপতি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দুদকের ভেতরে ষড়যন্ত্রকারীরা আগেও ছিল, এখনও আছে। বিদেশি চক্রের বাইরেও পদ্মাসেতু দুর্নীতি মামলার ষড়যন্ত্র করা হয়েছিল দুদকের ভেতর থেকেও। তারা সবাই মিলে পদ্মাসেতুর দুর্নীতির মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্বাধীন কমিশনের স্বাধীন তদন্তের কারণে সেদিন রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে। শেষ পর্যন্ত অভিযোগকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাককে নাকে খত দিয়ে বিদায় নিতে হয়েছে।
পদ্মাসেতুতে দুর্নীতির বিষয়ে সে সময় বিশ্বব্যাংকের কোনো সমঝোতা প্রস্তাব বা বৈশ্বিক চাপের কাছে মাথানত করেনি দুদক। বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পেরেছিল দুদক।
রাষ্ট্রপতি আরও বলেন, পদ্মাসেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে। দুদককে এ নিয়ে তদন্ত করতে চাপ প্রয়োগ করেছিল বিশ্বব্যাংক।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখন, দুদক কমিশনার মো. জহুরুল হক, আছিয়াখাতুন, দুদক সচিব মো. মাহবুব হোসেন।