শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (০৯ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মনিরুজ্জামান জিন্নাহ, আল আরাফাহ্ ব্যাংকের ব্যবস্থাপক রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এটিএম আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আইয়ুব আলী। শেষে পারুল বেগমসহ পাঁচজন জয়িতার হাতে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। উক্ত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানাশ্রেণী পেশার মানুষ অংশ নেন।