শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মীসভা ৯ ডিসেম্বর বিকালে বিশালপুর হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ৪০ বগুড়া -৫ (শেরপুর – ধুনট) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী,আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, এ্যাডঃ ইলিয়াস উদ্দিন মিন্টু,শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্রো,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু রাজলক্ষণ চন্দ্র,হারুনর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা প্রশান্ত চন্দ্র প্রমুখ।