সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (০৯ডিসেম্বর) সকাল দশটায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটিকে ঘিরে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
জেলা দুর্নীতি দমন কমিশন বগুড়া ও শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, আল আরাফাহ্ ব্যাংকের ব্যবস্থাপক রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, সহ-সভাপতি গোলাম হোসেন, সদস্য আফরোজা নার্গিস সাথী প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানাশ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =

Contact Us