সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইসরায়েলকে হুশিয়ারি হামাসের

ইসরায়েলকে হুশিয়ারি হামাসের

শেরপুর নিউজ ডেস্ক: ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছে হামাস। সংবাদ সংস্থা এফপি সূত্রে খবর, তাদের মুখপাত্র আবু ওবেইদার হুশিয়ারি, তাদের দাবি মেনে নেয়া না পর্যন্ত একজন বন্দিও গাজা থেকে বেঁচে ফিরতে পারবেন না। গেল রবিবার প্রকাশ্যে টেলিভিশনে হুশিয়ারি দিয়ে ওবেইদা বলেন, “যতক্ষণ না বন্দি বিনিময় হবে এবং আলোচনার মাধ্যমে তাঁদের দাবি মেনে নেয়া হবে ততক্ষণ ফ্যাসিবাদী শত্রু, তার অহঙ্কারী নেতৃত্ব এবং তাঁর সমর্থকেরা গাজা থেকে একজন বন্দিকেও জীবিত অবস্থায় বের করে আনতে পারবেন না।”

তিনি আরো বলেন, “বর্বর দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ছাড়া কোনো উপায় নেই। শত্রুপক্ষের লক্ষ্যই হল আমাদের প্রতিরোধ ভেঙে ফেলা। কিন্তু আমরা আমাদের মাটি রক্ষা করতে এই পবিত্র লড়াই চালিয়ে যাব।” শনিবারই আইডিএফ-এর তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, হামাসের বহু সদস্য অস্ত্র সমর্পণ করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, চারপাশে ধ্বংসের চিহ্ন। তার মাঝে খালি গায়ে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে কয়েক’শ জন। এক এক করে তাঁরা এগিয়ে আসছেন, আর বন্দুক রেখে দিচ্ছেন। এই ভিডিওই প্রকাশ করে ইসরায়েল জোর গলায় দাবি করছে যে, তারা গাজায় হামাস বাহিনীকে ‘কোণঠাসা’ করে ফেলেছে। তাদের কোমর ভেঙে দিয়েছে। তার পরের দিনই হামাসের তরফ থেকে এই হুশিয়ারি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৬ হাজার ২০০। যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা দশ হাজারেরও বেশি। মাঝে এক সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। ১ ডিসেম্বর থেকে ফের যুদ্ধ শুরু হয়। মাঝের ওই এক সপ্তাহে হামাস ১০৫ জন বন্দিকে মুক্তি দিয়েছিল। তার মধ্যে ৮০ জন ছিলেন ইসরায়েলের। অপরদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের তরফ থেকে ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়।

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Contact Us