ধুনট( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাবার বাড়ির শয়ন ঘরের তীরের (আড়া) সাথে গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা খাতুন (২১) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খাদুলী দিগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন একই গ্রামের সোহরাব আলী শেখের মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর পূর্বে স্বর্ণা খাতুনের সাথে গোপালপুর খাদুলী গ্রামের মমিন মিয়া সাথে বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় প্রায় ৬ মাস আগে বাবার বাড়িতে চলে আসে স্বর্ণা খাতুন। স্বর্ণা খাতুন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ অবস্থায় সোমবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। রাত ১টার দিকে সকলের অগোচরে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় মৃত দেখতে পায়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।