ষ্টাফ রিপোৃটার: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশাল কর্মীসভা ১২ ডিসেম্বর বিকালে ছাতিয়ানি হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ৪০ বগুড়া -৫ (শেরপুর – ধুনট) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিমল দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহওরিয়ার আরিফ ওপেল,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্দ আলী মুন্টু,আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আহমান হাবিব আম্বীয়া,সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইউলাম রাঞ্জু,জেলা কৃষক লীগের সহসভাপতি ইসমাইল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পী বেগম,শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নূরে আলম সানি প্রমুখ।