শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদীর সাথে বীরমুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী, শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান,ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, অধ্যক্ষ আব্দুল হাই বারী, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক,আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো প্রমুখ।