শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় কয়লা বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় বাইপাস সড়কের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ডাঙ্গাপাড়া হামিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে ট্রাক চালক হাফিজুর রহমান ও মানিকগঞ্জের জাফরগঞ্জ বাজার উতলি স্ট্যান্ড এলাকার আলমাস আলীর ছেলে মোহাম্মদ রাসেল । এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক রাজিউর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর উপজেলায় মাঝিড়া এলাকায় বাইপাস সড়কের সামনে অবস্থান নেয় অধিদপ্তরের একটি টিম। অভিযানে কয়লা বোঝাই একটি ট্রাক (ঢাকা -মেট্রো -ট -১৩-৪২৮৪) তল্লাশি চালিয়ে চালকের পিছনের সিটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।