সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বিএনপি : শমসের মুবিন চৌধুরী

ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বিএনপি : শমসের মুবিন চৌধুরী

শেরপুর নিউজ ডেস্ক: তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী শমসের মুবিন চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্রে নির্বাচন বর্জন করার কোনো সুযোগ নেই। বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করেছে। এখন ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে বিএনপি। আমাদের ভোট বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট দেওয়া হয়েছে বলে জনগণ মনে করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারও ইভিএমে ভোট হলে রাতে ভোট দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। ২০১৪ সালের নির্বাচনও ছিল ত্রুটিপূর্ণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুলসংখ্যক প্রার্থী জয়লাভ করেন। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে।’ বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমসের মুবিন চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় লাগেনি, আমার জন্মভূমি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলাও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। পদ্মা সেতু কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই জনপদের মানুষের কোনো লাভ হয়নি। কারণ এখানে রাস্তাঘাটে হেঁটে চলাও দুষ্কর। তাই জন্মভূমির এই জনপদের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের লক্ষ্যে এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণকে বলব কেবল মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। এ সময় তৃণমূল বিএনপির স্থানীয় বেশকিছু নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন

Check Also

ষড়যন্ত্র-চক্রান্তের কাছে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Contact Us