সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / প্রথম ইংলিশ বোলার হিসেবে যে ‘সেঞ্চুরি’ রশিদের

প্রথম ইংলিশ বোলার হিসেবে যে ‘সেঞ্চুরি’ রশিদের

শেরপুর নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরে গেছে ইংল্যান্ড। তবে ইংলিশদের হয়ে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার আদিল রশিদ। ব্রিজটাউনে মঙ্গলবারের এই খেলায় ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট। এর মাধ্যমে ইতিহাসের পাতায়ও নিজের জায়গা করে নিলেন ৩৫ বছর বয়সী রশিদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ইংলিশ বোলার হিসেবে একশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন রশিদ। শততম টি-টোয়েন্টি ম্যাচে একশ উইকেটের মালিক হলেন এই লেগ স্পিনার। যেখানে এই তারকার বোলিং গড় ২৫.৯৯ আর স্ট্রাইকরেট ২০.৯৬। ২ রানের বিনিময়ে ৪ উইকেট তার ক্যারিয়ারের সেরা।

টি-টোয়েন্টিতে ইংলিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী পেসার ক্রিস জর্দান। ৪৪ ম্যাচে ৯৬ উইকেট ঝুলিতে আছে এই তারকার। তালিকার তিনে নাম দীর্ঘদিন ধরে সাদা বলে না খেলা কিংবদিন্ত পেসার স্টুয়ার্ট ব্রডের। ৫৬ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার।

রশিদ এদিন ছাড়িয়ে গেছেন সতীর্থ মঈন আলীকেও। গ্রায়েম সোয়ানের পর উইকেট সংগ্রহে ইংলিশদের মধ্যে রশিদ এখন দ্বিতীয় সফল স্পিনার। সবমিলিয়ে ইংল্যান্ডের অষ্টম সর্বোচ্চ উইকেটশিকারী এখন রশিদ।

সব সংস্করণ মিলিয়ে ২৫৪ ম্যাচে রশিদের উইকেট সংখ্যা ৩৫৯টি। ৩১.৬৬ গড় ও ৩৫.৩৭ স্ট্রাইকরেটে এই রান করেছেন তিনি। ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট তার ক্যারিয়ারসেরা ইনিংস। চারবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আছে তার। ২৮৪ ম্যাচে মঈনের উইকেট সংখ্যা ৩৫৮।

ইংল্যান্ডের সর্বকালের সেরা স্পিনার বলা হয় গ্রায়েম সোয়ানকে। ১৭৮ ম্যাচে ২৭.৭৭ গড়ে ৪১০ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি (স্পিনারদের হয়ে অবশ্যই প্রথম)। ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী জেমস অ্যান্ডারসন। ৩৯৬ ম্যাচে ৯৭৭ উইকেট তার।

Check Also

সাকিবকে পেতে আরেকটা চেষ্টা করবে বিসিবি

শেরপুর নিউজ ডেস্ক: বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে এই মৌসুমে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − twelve =

Contact Us