সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / পোল্যান্ডের নব-নির্বাচিত প্রধনমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

পোল্যান্ডের নব-নির্বাচিত প্রধনমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ককে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ককে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে অভিনন্দন। এটি আপনার গতিশীল নেতৃত্বের প্রতি পোল্যান্ডের জনগণ এবং সরকারের আস্থার প্রতিফলন।’

শেখ হাসিনা বলেন, ‘আপনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোল্যান্ডের জনগণ আবারও আপনার দূরদর্শী নেতৃত্ব থেকে উপকৃত হবে।’

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ডই প্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং জাতিসংঘে বাংলাদেশের দ্বার খুলে দিতে ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভের পাশাপাশি জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোতে সমর্থন দিয়েছে।

Check Also

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

মেরপুর নিউজ ডেস্ক: অবৈধভাবে ভারত যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =

Contact Us