Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী।

Check Also

নন্দীগ্রামে সিএনজি ও ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল প্রসূতির

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির সিএনজি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =

Contact Us