শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) দুপুরে স্থানীয় মির্জাপুর আলম এগ্রো প্রাঙণে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু।
তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেইসঙ্গে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ আলী মুন্টু, আলহাজ শাহজামাল সিরাজী, আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড, ইলিয়াস উদ্দিন মিন্টু, আ.লীগ নেতা আহসান হাবিব আম্বীয়া, রবিউল হাসান বাবু, এমএ মালেক, মহিলা আওয়ামী লীগের নেত্রী শিল্পী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব প্রমুখ।