সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / জায়েদ খান ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাইছেন : নিপুণ

জায়েদ খান ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাইছেন : নিপুণ

শেরপুর নিউজ ডেস্ক: একটি ডিগবাজি দিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে নেটিজেনদের আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। একটি ইভেন্টে এই নায়ক ডিগবাজি দেওয়ার পর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সেই ডিগবাজির মাধ্যমেই জায়েদ খান প্রচার করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার। কিন্তু তার ডিগবাজিকে ভালোভাবে নিচ্ছেন না শোবিজের কজন তারকা। তাদেরই একজন হলেন চিত্রনায়িকা নিপুণ।

ডিগবাজি ইস্যুতে জায়েদকে একহাত নিয়েছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ। ডিগবাজির কঠোর সমালোচনা করেছেন তিনি।

সংবাদমাধ্যমে নিপুণ বলেন, ‘জায়েদ খান কিন্তু দুবার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বোঝা উচিত সামাজিক যোগাযোগমাধ্যমে কোন কাজটা করা উচিত, কোনটি করা ঠিক নয়। অর্থাৎ আমাকে কী করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝেশুনে করতে হবে’।
তিনি আরও বলেন, ‘আমি কি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্যই কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, না কি আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভেবে কাজ করা উচিত’।

চিত্রনায়িকা বলেন, ‘জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে নিজের ভিউ বাড়াতে চাইছেন। এ জন্য কোন পদে তিনি ছিলেন, তা ভুলে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জাস্ট ট্রল হতে চাইছেন তিনি’।

Check Also

অভিনেত্রী আমিশা পাটেলকে নিয়ে হই চই কাণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:   ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সে ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us