Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে – মজনু

বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে – মজনু

শেরপুর নিউজ ডেস্ক: জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন একাত্তরের আজকের দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। আজ মহান বিজয় দিবস। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। লাল-সবুজ পতাকার অর্জনের আন্দোলনটি মোটেও সহজ ছিল না। শুরু হয়েছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের মধ্য দিয়ে। এরপর বাষট্টি, ঊনসত্তর ও সত্তরের নির্বাচন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের জন্ম হয়। পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে অস্তিত্ব খুঁজে পায় বাংলাদেশ।

তিনি আরো বলেন ১৯৭১ সালের ৭ মার্চ বিশাল জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা দেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, তখন আরও দেব। তবুও এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’এই স্লোগানের মধ্য দিয়ে সঠিক দিকনির্দেশনা খুঁজে পায় বাঙালি জাতি। অবশেষে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে দেখা দেয় নতুন এক সূর্যোদয়। ৩০ লাখ শহিদের রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাঙালির এই চূড়ান্ত বিজয়।আজকের এই দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তি সংগ্রামে অংশ নেয়া সকল শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি খুঁজে পায় একটি নতুন মানচিত্র। এই দিনে আমরা সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আমাদের শহীদ মুক্তিযোদ্ধা,বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন টি জামান নিকেতা,অ্যাডভোকেট আব্দুল মতিন,আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল,অ্যাডভোকেট আমানুল্লাহ,প্রদীপ কুমার রায়, মিজানুর রহমান রতন, মঞ্জুরুল আলম মোহন,আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, শাহ আখতারুজ্জামান ডিউক, শেরিন আনোয়ার জর্জিস,নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মুমিন তারিক,তপন চক্রবর্তী, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেত, অধ্যক্ষ শামসুল আলম জয় প্রমুখ।

জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল এর পরিচালনায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় জাতীয় দলীয়ও পতাকা উত্তোলন,র‍্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সাড়ে আটটায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seven =

Contact Us