সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / কুয়েতের আমির মারা গেছেন

কুয়েতের আমির মারা গেছেন

শেরপুর নিউজ ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার (১৬ ডিসেম্বর) আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন, আমরা গভীরভাবে শোকাহত।’ তবে কর্তৃপক্ষ তার মৃত্যুর কোনো কারণ জানায়নি।

শেখ নাওয়াফ সৎ ভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বরে শপথ গ্রহণ করেন। এর আগে, ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেয়া হয়।

আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, নভেম্বরের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, ২০২১ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি। তবে ওই সময়ও তাঁর অসুস্থতার কারণ জানানো হয়নি।

 

Check Also

ভারতে ‌দুইজনের দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

শেরপুরনিউজ ডেস্ক: ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =

Contact Us