ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আক্তার হোসেন নামে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে একই রাতে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের পর ক্ষতিগ্রস্ত কৃষক আক্তার হোসেন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের কেসমত আলীর ছেলে আক্তার হোসেন একজন আদর্শ কৃষক। তিনি কৃষি কাজের পাশাপাশি নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন।
অন্যান্য দিনের বৃহস্পতিবার রাতে ওই কৃষক বাড়ির গোয়াল ঘরের ভেতর ৩টি গরু বেঁধে রেখে দরজায় তালাবদ্ধ করে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। ওই রাতের কোন এক সময় দুর্বৃত্তরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে গরু চুরির বিষয়টি টের পেয়েছেন ওই কৃষক।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, কৃষকের অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার এসআই অমিত বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।