Home / দেশের খবর / অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগকে উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগকে উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: যারা রেললাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে, অগ্নিসন্ত্রাস করে, তাদেরকে প্রতিরোধ করতে দেশ বাসীর প্রতি আহ্বান জনিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার পকেট থেকে জন্ম হয় নাই। এই অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগকে কখনও উৎখাত করা যাবে না।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা বলেছিল, ‘আমরা আছি পল্টনে তারেক কেন লন্ডনে’। তারেকের নির্দেশ মত মানুষ পোড়ানো হচ্ছে। তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বর্তমান বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এদেশের মানুষ জানে কারা তাদের ভাগ্য উন্নয়ন করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Check Also

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =

Contact Us