শেরপুর নিউজ ডেস্ক: রেল ও সড়ক পথের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। দেশে ১ হাজার ৮৫১টি পয়েন্টে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
রোববার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আনসার সদরদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্তপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপি সদস্যরা।
এসব আনসার সদস্যদের সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।