শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন ভাগাভাগির বিষয়টি কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। নানা ঘটনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে থাকার বিষয়টি পরিষ্কার করে সংসদের বিরোধী দল। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পর ২৬ আসনে সমঝোতার মাধ্যমে নির্বাচনে থাকার ঘোষণা দেয় জাপা। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘোষণা দেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় ২৮৩ আসনে নির্বাচনের ঘোষণা দিলেও নির্দিষ্ট কিছু আসনে কৌশলের কথা জানান তিনি। তবে কি কৌশল নেয়া হবে, সে বিষয়ে খোলাসা করেননি তিনি।
গত কয়েকদিন ধরেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে অনেকটা গোপনে দেনদরবার চলছিল জাতীয় পার্টির। এরমধ্যে জাতীয় পার্টির নেতাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। কে থাকছেন ‘সমঝোতার টিক মার্কের’ তালিকায়। তারই অংশ হিসেবে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে জাপার শীর্ষনেতারা। ৬ ডিসেম্বর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রথম বৈঠকে ৫০ জনের একটি তালিকা দেয় দলটি। কিন্তু শনিবার ২৬টির বেশি আসন দেয়া হবে না বলে জাপাকে সাফ জানিয়ে দেয়া হয়। এতেই ফুঁসে ওঠেন দলটির শীর্ষনেতারা।
সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুলশানের বাসায় চলে শীর্ষ নেতাদের বৈঠক। রাত ৯টার দিকে জাপা মহাসচিব আওয়ামী লীগের এক শীর্ষনেতাকে সম্মানজনক আসন না পেলে নির্বাচনে না যাওয়ার কথা জানান। রাতের মধ্যেই সরকারকে সিদ্ধান্ত জানাতে বলা হয়। গভীররাত পর্যন্ত ক্ষমতাসীনদের কাছ থেকে কোনো জবাব না পাওয়ায় নির্বাচন বর্জনের নীতিগত সিদ্ধান্ত নেয় দলটির শীর্ষনেতারা। রবিবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে দফায় দফায় বনানীর কার্যালয়ে বৈঠক করেন চেয়ারম্যান জিএম কাদের। এরমধ্যে গুঞ্জন ছড়ায় জাপা নির্বাচন বর্জন করছে। দুপুরে ছড়িয়ে পড়া গুঞ্জনে ঘি ঢালেন দলের মহাসচিব। এদিন দুপুর ১টার দিকেও অনেকটা সন্দেহ রেখেই নির্বাচনের অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান। তিনি বলেছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। আরো কয়েক ঘণ্টা সময় নেয়া হচ্ছে নিজেদের প্রয়োজনে।
জাপা সূত্র জানায়, মূলত ২৬টি আসনের বাইরে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার নাম টিক মার্কের তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়েই আওয়ামী লীগের সঙ্গে বার বার আলোচনা চলছিল। এরমধ্যে জাপা চেয়ারম্যানের স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের মনোনয়ন চূড়ান্তের বিষয়টি ছিল। শেরীফা কাদের ঢাকা-১৮ আসনের প্রার্থী। এছাড়া ঢাকা-৪ ও ঢাকা-৬ আসনে নিয়েও চলছিল দেনদরবার। এই দুই আসনে জাপার প্রার্থী ছিল আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ। শেষ পর্যন্ত শেরীফা কাদেরের আসনের নিশ্চয়তা পেয়ে সন্তুষ্টচিত্তে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় দলটি। যদিও তালিকায় প্রথম থেকে নাম থাকলেও শেষের দিকে এসে ছিটকে পড়েন কাজী ফিরোজ রশীদ ও আবু হোসেন বাবলা। এই দুইজন ছাড়াও গুরুত্বপূর্ণ আরো একজন প্রার্থী বাদ পড়েন। তিনি যমুনা গ্রুপের কর্ণধার ও জাপার কো চেয়ারম্যান সালমা ইসলাম। জাপা নেতারা জানান, আওয়ামী লীগ জাতীয় পার্টির কয়টি আসন থেকে নৌকা প্রত্যাহার করেছে সেটি বিষয় নয়। বিষয় হচ্ছে, আসন সমঝোতা নিয়ে যাদের নামই ছিল না, তাদের আসনে কোন অলৌকিক ক্ষমতা বলে নৌকা প্রত্যাহার হলো।
এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশন ও সরকারের আশ্বাসে মোটামুটিভাবে আমাদের একটা আস্থা এসেছে যে, তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। সরকার ইসিকে সহযোগিতা করে যাচ্ছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা সহযোগিতা করবে। সে কারণে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকছি। সাধারণ মানুষ ভোটে অংশ নিবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় সে লক্ষ্যে কাজ করে যাবো। এই নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে। সব বাধা অতিক্রম করে আমরা নির্বাচন করছি। এটাই বড় কথা। কোনো চাপ নয়, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে ভোটে এসেছি। আসন সমঝোতা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ২৮৩ আসনে ভোট করছি। কিছু কিছু আসনে আমাদের যারা সিনিয়র নেতা আছেন, সে সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে বা হবে এ রকম একটা অবস্থায় আছি।
জাতীয় পার্টিকে ছাড় দেয়া আসনে প্রার্থী হচ্ছেন যারা
ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, রংপুর-১ হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মো. মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ শেরীফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ সুলেমান আলম শেঠ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান প্রার্থী হচ্ছেন।
বাদ পড়েছেন তিনজন হেভিওয়েট প্রার্থী
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসনে ছাড় পেলেও বাদ পড়েছেন জাতীয় পার্টির তিনজন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন- দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, দলের কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি সালমা ইসলাম, দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। এই তিনজনের মধ্যে বিকেলে বাবলা ছাড়া বাকী দুইজন প্রার্থিতা প্রত্যাহার করেন।