শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মীসভা ১৭ ডিসেম্বর রবিবার বিকালে সেরুয়া বটতলা এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শাহীন , রবিউল হাসান বাবু,আলহাজ্ব বশির উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব ডাঃ আব্দুল হামিদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,আবু তালেব আকন্দ, গোলাম মোস্তফা লিটন, নূরে আলম সানি, সোনা মিয়া আকন্দ, আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।