শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওর) সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউর করিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী।
বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাপ্তাহিক তথ্য মালা সম্পাদক সুজিত বসাক, সাপ্তাহিক বিজয় বাংলা সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, সাংবাদিক রঞ্জন কুমার দে,ইফতেখার আলম, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলায় নানা কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এবং সাংবাদিককেরাও নানা সমস্যামুলক বিষয় উপস্থাপন করেন এবং সেসব বিষয়ে ইউএনওর হস্তক্ষেপ কামনা করেন।