Home / রাজনীতি / প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে-শমসের মবিন চৌধুরী

প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে-শমসের মবিন চৌধুরী

শেরপুর নিউজ ডেস্ক: তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বলেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই। ‘বর্তমান ইলেকশন কমিশন সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর। প্রতিশ্রুতি রক্ষা করলে ভোট সুষ্ঠু হবে এটাই আমাদের প্রত্যাশা। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক এবং প্রশ্ন থাকলেও আমাদের ধারনা প্রশাসন নিরপেক্ষ থাকলে এবারের ভোট স্বচ্ছ হবে।’

সোমবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরের আম্বরখানার একটি রেস্টুরেন্টে তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে, দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ‘হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আজ সিলেট থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তৃণমূল বিএনপির সবেমাত্র যাত্রা শুরু।’

শমসের মবিন চৌধুরী আরও বলেন, ‘৩০০ আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে দল গোছানো হয়নি। তাই সব আসনে প্রার্থী দিতে পারিনি। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সিলেটসহ সারা দেশে ১৪২টি আসনে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

এসময় শমসের মবিন উল্লেখ করে বলেন, আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সমঝোতা বা চুক্তি হয়নি। ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হলেও আসন ভাগাভাগি বা কোনো চুক্তি হয়নি। তৃণমূল বিএনপির প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান।’

তিনি আরও বলেন, ‘তৃণমূল বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। দেশে বৈষম্য দূর ও সর্বক্ষেত্রে অসাধু সিন্ডিকেট প্রতিহত করা এবং নারীর ক্ষমতায়ন ও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে চায়।’

 

Check Also

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা: আ স ম রব

শেরপুর নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য ও মহিমাকে কোনো অজুহাতে খর্ব না করার আহ্বান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 7 =

Contact Us