শেরপুর নিউজ: মহান বিজয়ের ৫২ তম বর্ষপুর্তি উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ চত্বর থেকে এই বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এ্যাড. গোলাম ফারুক, সহ সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজী, সহ সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদ সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব, দেবতোষ চক্রবর্তী লিটন, শাহাদত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, কৃষকলীগের সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, শ্রমিক লীগের সদস্য সচিব কারিমুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর ড্যানি, সাধারণ সম্পাদক সাদাত জামান নেহালসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।