সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর ও কাহালুতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

শেরপুর ও কাহালুতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার সকালে বগুড়া শেরপুর উপজেলার জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধিনস্থ ৪ সিগন্যাল ব্যাটালিয়ন কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৭০০টি কম্বল বিতরণ করা হয়েছে।সেনা প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

অপর দিকে, মঙ্গলবার দুপুরে বগুড়া কাহালু উপজেলার, কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দূর্গাপুর ও জামগ্রাম এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। কম্বল বিতরন ও মেডিকেল ক্যাম্পেইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি,পাশে ১১ পদাতিক ডিভিশন এর কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি,পিএসসি এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামীম হাসান, পিএসসি, সিগস্।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বগুড়া এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে স্থানীয় শীতার্তদের মাঝে সর্বমোট ২০৯৭ টি কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন । সেনাবাহিনীর কাছ থেকে নতুন শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন দুঃস্থ ও শীতার্ত মানুষেরা। এই শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =

Contact Us