Home / বিনোদন / পরিচালকের সঙ্গে প্রেমে মজেছেন শ্রাবন্তী

পরিচালকের সঙ্গে প্রেমে মজেছেন শ্রাবন্তী

শেরপুর নিউজ ডেস্ক: আজকাল অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচিত হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একের পর এক বিয়ে, তারপর বিচ্ছেদ, এ নিয়েই বছর বছর নেটিজেনদের চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি।

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন অভিনেত্রী শ্রাবন্তী। ২০১১ সালে হয় বিচ্ছেদ। এর পরের চার বছর বিরতি নিয়ে ২০১৫ সলে প্রেম শুরু করেন মডেল কৃষেণ ব্রজের সঙ্গে। ২০১৭ সালে তার সঙ্গেই বাঁধেন গাঁটছড়া। কিন্তু দুবছরের মাথায় ভাঙে সেই সংসারও। এই বিচ্ছেদের মাত্র পাঁচ মাস পর, অর্থৎ ২০১৯ সালের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। কিন্তু এবার সংসার টেকে এক বছরেরও কম। ২০২০ সালে আলাদা হন তারা।

বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই আছেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে শোনা যাচ্ছে, আবারও ‘সম্পর্কে’ জড়িয়েছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম মজেছেন এই অভিনেত্রী। এমন গুঞ্জন ছড়িয়েছে টালিপাড়ায়। খবর হিন্দুস্তান টাইমস।

শুভ্রজিতের পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরাণী’-তে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। চলতি মাসেই ছবিটির শুটিং শুরুর কথা। এম মধ্যেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। যদিও এর বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি দুজন।

শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত ভারতের বেঙ্গালুরুতে। সেখানে এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুজন। যত দিন উৎসব চলেছে, তত দিনই একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন তারা। দুজনে কলকাতা ফেরার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ নির্মাণ করবেন শুভ্রজিৎ। সিনেমায় শ্রাবন্তীর নায়ক হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

২০২০ সালে তৃতীয় বিয়ে-বিচ্ছেদ হওয়ার পর ২০২৩ সালে শুভ্রজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন চাউর হওয়ার মাঝের সময়ে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘোরাঘুরি, হীরার আংটি উপহার দেওয়াসহ নানা বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী।

শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি সিনেমায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ওই ছবিতে শ্রাবন্তীর সঙ্গে আছেন জীতু কমল। চলচ্চিত্রটি মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

Check Also

৬ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘নয়া মানুষ’

শেরপুর নিউজ ডেস্ক: বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Contact Us