সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নির্বাচনের পর তিস্তা প্রকল্পে হাত দিতে চায় চীন

নির্বাচনের পর তিস্তা প্রকল্পে হাত দিতে চায় চীন

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’বিষয়ক এক সেমিনারে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভস ওই সেমিনারের আয়োজন করে।

প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তের ভাটি থেকে তিস্তা-যমুনার মিলনস্থল পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে ৭০০ থেকে ১০০০ মিটারে সীমাবদ্ধ করা হবে। নদীর গভীরতা বাড়বে ১০ মিটার। নদীশাসনের মাধ্যমে তিস্তা নদীকে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা, ড্রেজিংয়ের মাধ্যমে পানি বহনক্ষমতা বাড়ানো, নদীর দুই পাড়ে বিদ্যমান বাঁধ মেরামত করা, দুই পাড়ে

মোট ১০২ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা ইত্যাদি। চীনা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ২০১৬ সালে দুই দেশের মধ্যে চুক্তি হলেও নানা জটিলতায় সেটি থমকে যায়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা এরই মধ্যে বাংলাদেশ থেকে তিস্তা নদীবিষয়ক কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছি। এসব প্রকল্পের খরচ অনেক বেশি। বিপুল পরিমাণ খরচের চাপ কমানোর জন্য আমরা এটি ধাপে ধাপে করতে চাই জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তিস্তা নদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। আমি আশাবাদী, ৭ জানুয়ারির নির্বাচনের পর তিস্তা প্রকল্পে আমরা কাজ শুরু করতে পারব।’

লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ ও চীনের সম্পর্কের পরিসর আরও বাড়বে।

সেমিনারে ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ। গবেষণাপত্রে দেখা যায়, বড় একটি জনগোষ্ঠী ‘চীনের ঋণের ফাঁদ’ নিয়ে উদ্বিগ্ন হলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা আশাবাদী।

Check Also

গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 12 =

Contact Us