Home / খেলাধুলা / ব্রাদার্সকে উড়িয়ে কিংসের শুভ সূচনা

ব্রাদার্সকে উড়িয়ে কিংসের শুভ সূচনা

 

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথমদিনে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারের লিগের নবাগত ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে টানা চারবারের শিরোপাজয়ীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) নিজেরে হোম ভেন্যু কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলের বন্যায় ভাসিয়েছে কিংস। দলের হয়ে জোড়া গোল করেছেন ডরিয়েল্টন গোমেজ। এ ছাড়া রাকিব হোসাইন, রবসন রবিনহো ও মোহাম্মদ ইব্রাহিম স্কোরশিটে নাম লেখান।

কিংস অ্যারেনায় খেলার শুরুতে গোলের দেখা পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা। ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করেন রাকিব হোসেন। আইভরি কোস্টের মিডফিল্ডার দিদিয়ের ব্রুসোর পাসে লক্ষ্যভেদ করেন বাংলাদেশ দলের স্ট্রাইকার। ৪০ মিনিটে ম্যাচের সমতায় ফিরেছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে অফসাইডের কারণে উভয় দলের একটি করে গোল বাতিল করেন রেফারি।

বিরতির পর আরও ৬টি গোলের দেখা পেয়েছেন কিংস অ্যারেনার দর্শকরা। ৫৮ মিনিটে ডি-বক্সে ফাঁকায় থাকা ডরিয়েল্টন সহজে লক্ষ্যভেদ করেন। মাত্র তিন মিনিটের ব্যবধানে দলের তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে এক গোল পরিশোধ করেন রাহুল হোসেন।

৮৯ মিনিটে স্কোরশিটে নাম ওঠান রবসন রবিনহো। যোগ করা সময়ে আরও দুটি গোল করেন উভয় দল। ৯২ মিনিটে ব্রাদার্সের হয়ে ব্যবধান কমান ওতাবেক ভালিজানভ। ৯৪ মিনিটের মাথায় ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি মারেন মোহাম্মাদ ইব্রাহিম। ফলে লিগে প্রথম ম্যাচেই ৫-২ ব্যবধানের দাপুটে জয় পায় বসুন্ধরা কিংস।

Check Also

সাকিবকে পেতে আরেকটা চেষ্টা করবে বিসিবি

শেরপুর নিউজ ডেস্ক: বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে এই মৌসুমে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 9 =

Contact Us