Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে মরহুম জালাল উদ্দিন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নন্দীগ্রামে মরহুম জালাল উদ্দিন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২৩শে ডিসেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ৩নং ভাটরা ইউনিয়নের কুমিড়া-পন্ডিতপুকুর টাইগার ক্লাবের আয়োজনে কুমিড়া-পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় টাইগার ক্লাবের সভাপতি, ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী’র সভাপতিত্বে ফুটবল ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিড়া-পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুম, কুমিড়া-পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান মাফু, কুমিড়া-পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল খালেক, ইউপি সদস্য মাহাবুর রহমান, আড়ৎদার সমিতির সভাপতি ফরহাদ আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বেনজির খালেদ, টাইগার ক্লাবেত সাধারণ সম্পাদক আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মোকছেদ আলী কান্দু প্রমুখ।

উল্লেখ্য ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মেরিণ সোহেল একাদশ (শেখের মাড়িয়া) নন্দীগ্রাম বনাম গাদোঘাট সানরাইজ ফুটবল একাদশ (আদমদীঘি) বগুড়া। খেলায় গাদোঘাট সানরাইজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ও মেরিণ সোহেল ফুটবল একাদশ রানার্সআপ হয়েছে।

Check Also

নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চালকের হাত-পা ও মুখ বেঁধে মারপিট করে জমির মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =

Contact Us