Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বগুড়ায় মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ৫ শতাধিক গরীব-দুস্থ ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। শুক্রবার রাত ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের রেলওয়ে ষ্টেশন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসন থেকে বরাবরই অসহহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। শীতে দরিদ্র মানুষ যেন কষ্ট না পান সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। বগুড়ার কোন অসহায় মানুষ শীতে কষ্ট না পান সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ নেয়া হবে। পর্যায়ক্রমে আরো বরাদ্দ পেলে বিতরণ অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া ও বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু।

Check Also

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =

Contact Us