সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।

শনিবার রাতে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরে প্রধানমন্ত্রী রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের তারাগঞ্জ কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রীর রংপুর আসার আগে থেকেই সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়।’

রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।’

Check Also

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

শেরপুর নিউজ ডেস্ক: দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Contact Us