শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলায় গাছের সঙ্গে প্রাইভেট কারের (পাজেরো জীপ) ধাক্কায় অলিউর রহমান আলিফ নামে ২০ বছরের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে তিনমাথা-কাহালু সড়কের শীতলাই এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় চালকসহ অপর দুই জন আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলিফ এবার এইচএসসি পাশ করেছন।
বগুড়ার কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে আলিফ তার নিজের পাজেরো জীপ নিয়ে রাতে কাহালু থেকে বাড়ি ফিরছিলেন। গাড়িতে চালক ছাড়াও সোহান নামে আলিফের এক বন্ধুও ছিলেন।
গাড়িটি রাত সাড়ে ৯টার দিকে শীতলাই এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আলিফ নিহত হয়। আহত দুজনের মধ্যে সোহান এখনও সংজ্ঞাহীন।