প্রেস বিজ্ঞপ্তি: শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নবাববাড়ি সড়কে সংগঠন কার্যালয়ে স্বপ্নচুড়া শিল্পগোষ্ঠীর সভাপতি জিনাত জাহান খানম পাতার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যজন এডভোকেট সুলতান আলম, সাজ হানিফ, মোস্তফা আহমেদ শিবলী, দেবব্রত মৈত্র, ফরহাদুজ্জামান রনি, জাহাঙ্গীর আলম, হাসান, বিশ্বজিত বসাক, ফারাহ রহমান স্মৃতি, আকলিমা আকতার পলি, সুলতানা ইয়াসমিন মুক্তা, শিল্পা মৈত্র, রেজাউল করিম রেজা, আতাউর রহমান রাজ, মামুন, বাপ্পি, সুজন, তরুন রায়, প্রদীপ সাহা, রুবেল, তনু, তাইফ, মুমু, আবির, সানিয়া সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা স্বপ্নচুড়া শিল্পগোষ্ঠীর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সকলে মিলে স্বপ্নচুড়া শিল্পগোষ্ঠীর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।