Home / দেশের খবর / ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা

ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা

শেরপুর নিউজ ডেস্ক: নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, কেউ ভোটে না-ও আসতে পারেন, ভোট দিতে না-ও পারেন; কিন্তু ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। আমরা এবার সংশোধনী এনেছি। সেক্ষেত্রে অন্যকে প্রতিহত করলে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার বিধান রয়েছে। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। গতকাল শনিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।

স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছেন না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না—এমন প্রশ্নে ইসি আনিছুর রহমান বলেন, আমরা এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজও কিছু কঠোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকাল (সেসব তথ্য) পেলে দেখবেন যে, কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব। পুলিশ কেন নিয়ন্ত্রণ করতে পারছে না—জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে অবহেলা হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারও না কারও। এইটুকু আভাস দিয়ে রাখলাম।

ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে—এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে

জানিয়ে ইসি আনিছুর বলেন, আমাদের কাছে হেভিওয়েট বা লাইটওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধ অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। উৎসবমুখর ভোট থাকবে।

 

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই নির্বাচনের টাইম ফ্রেম দেয়া হবে-শিল্প উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =

Contact Us