ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশিয় তৈরি অস্ত্রসহ একাধিক মামলার আসামি আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই গরু পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে রব্বানী (৩১), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের আমানউল্লাহ চিনুর ছেলে সামিউল ইসলাম (৩৫), ভাগদুরিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু (৩৪), গাইবান্ধা সদরের খামার পিরগাছা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (২২) ও মধ্য ধারঘড়া গ্রামের নয়া মিয়ার ছেলে রওশন আলী খন্দকার (৫৫)।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলের দিকে ৫ দিনের রিমান্ড চেয়ে ধুনট থানা হাজত থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি কাটার মেশিন, ১টি শাবলসহ গরু চুরির সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ে আক্তার হোসেনের বাড়ি থেকে ২১ডিসেম্বর রাতে দূর্বৃত্তরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কৃষক আক্তার হোসেন গত শনিবার থানায় একটি মামলা করে। তবে ওই মামলায় কোন আসামির নাম উল্লেখ নেই। থানা পুলিশ অনুসন্ধানে মাঠে নেমে সোর্সের মাধ্যমে আসামীদের গ্রেফতার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক আক্তার হোসেনের গোয়াল ঘর থকে চুরি করা গরুগুলো গ্রেফতারকৃত আসামিরা গাইবান্ধার সুন্দরগঞ্জ হাটে বিক্রি করেছে। চোরাই গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এসব আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় গরু চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।