ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় লিখন মাহমুদ (২২) নামে এক কলেজ ছাত্রের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ তার বাড়ির একটি ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। লিখন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামের খোরশেদ আলীর ছেলে। রোববার (২৪ ডিসেম্বর) সকালের দিকে ধুনট থানা থেকে লিখনের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিখন মাহমুদ বগুড়া শহরে একটি কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন আগে বাড়ি ফিরে লিখন। গতকাল শনিবার রাত ৮টার দিকে লিখনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভেতর তীরের সাথে ঝুলে থাকতে দেখে তার পরিবারের লোকজন।
পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। লিখনের বাবা-মা’র দাবি তাদের ছেলে আত্মহত্যা করেছে।