শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ জয় দিয়ে শুরু করেছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২-তে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৬ উইকেট ও ৯ বল হাতে রেখে জিতেছে উত্তরাঞ্চল।
আগে ব্যাটিং করে আশিকুর রহমান শিবলি (৬০), মার্শাল আইয়ুব (৬১) ও মোসাদ্দেক হোসেনের ঝোড়ো ৬৯ রানের ইনিংসে ৫ উইকেটে ৩০৫ রান করে দক্ষিণাঞ্চল। দুই উইকেট নিয়েছেন পেসার ইয়াসিন আরাফাত মিশু।
ওপেনার আবদুল্লাহ আল মামুন (১০০) ও প্রিতম কুমারের (১০৮) জোড়া সেঞ্চুরিতে লক্ষ্য তাড়া করে ফেলে উত্তরাঞ্চল।
মামুনের ১১৫ বলের ইনিংসটি সাজানো ৬ চার ও ৫ ছক্কায়। প্রিতমের ১১২ বলের ইনিংসে ৮ চার ও ২ ছক্কার মার রয়েছে। দক্ষিণাঞ্চলের হয়ে দুটি উইকেট নিয়েছেন সোহাগ গাজি।
আরেক ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় মধ্যাঞ্চল। সর্বোচ্চ ৯৫ রান করেন মাহিদুল আলম অংকন। আলোকস্বল্পতায় ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে পূর্বাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ২৮১ রান। যদিও ৯ উইকেটে ২৫৭ রানে তাদের ইনিংস।
ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে সর্বোচ্চ ৬৭ রান এসেছে। মধ্যাঞ্চল ম্যাচ জিতেছে ২৩ রানে।