Home / বগুড়ার খবর / বগুড়ায় ‘খেজুর গাছে ভূতের পা’ শিশুতোষ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় ‘খেজুর গাছে ভূতের পা’ শিশুতোষ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি: শিশুসাহিত্যিক রাহমান ওয়াহিদের সদ্যপ্রকাশিত শিশুতোষ ৮ম গল্পগ্রন্থ ‘খেজুর গাছে ভূতের পা’ এর মোড়ক উন্মোচন হয়েছে। কুঁড়ি’র উদ্যোগে রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ম্যাক্স মোটেল কনফারেন্স হলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

কুঁড়ি’র সভাপতি মোমেনের ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে ‘খেজুর গাছে ভূতের পা’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। এরপর গল্পগ্রন্থের ওপর আলোচনা করেন নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মন্টু, কবি ও সম্পাদক মীর আবদুর রাজজাক, কবি নাসির সিরাজী, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার, কবি শিবলী মুকতাদির, ছড়াকার রতন খান ও সেলিম রেজা কাজল, কবি সৌপর্ণ মাছুম, কবি কৃত্তিকা নাহার, আবেদা আশরাফ ও উম্মে হাবিবা। খুদে লিখিয়েদের মধ্যে আলোচনা করে তাহসিনা বিথী, ফারহান লাবিব, নামিরা রহমান মারিন ও বিনতিয়া ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেক।

Check Also

বগুড়া লেখক চক্রের ৯৪১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া লেখক চক্রের ৯৪১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 1 =

Contact Us