ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হলে আবারও সবাই নৌকা মার্কায় ভোট দিন। সরকার গ্রামকে শহরে রূপান্তর করেছে।
ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। ২১টি জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই।’
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫ টায় বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীগ এ জনসভার আয়োজন করে।
চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জুর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ডেপুটি এ্যাটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সহ-সভাপতি আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতির সহধর্মীনি মুর্শিদা আকতার মারিয়া, আওয়ামী লীগ নেতা কুদরত-ই-খুদা জুয়েল, কামরুল হাসান আনছারি, আল মাহমুদ, হারুনর রশিদ, ওমর ফারুক ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।