সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় ভবন নির্মাণ অগ্রগতিসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ অগ্রগতিসহ ক্লাবের সার্বিক বিষয় তুলে ধরেন। ক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা আয়-ব্যয়ের রিপোর্ট প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন মিলন রহমান, রবিউল করিম হেলাল, জাহেদুর রহমান যাদু, সবুর শাহ লোটাস, এড. রুহুল আমিন, কালাম আজাদ, সাজ্জাদ হোসেন পল্লব প্রমুখ। এসময় বক্তারা দ্রুত ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার আহবান জানান। সভায় দ্রুত ভবন নির্মাণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। সভায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us